সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড এস কে এম
হযরত ইয়াছিন শাহ্ (রহঃ) তাহফিজুল কোরআন সুন্নিয়া মাদরাসা ও মুসলিম এতিমখানায় বিভিন্ন সমাজ সেবকদের অনুদান প্রদান করেছেন।
ধর্ম প্রচারক হযরত ইয়াছিন শাহ্ ( রহঃ) মাজার সংলগ্ন তিনির নামের উপরই হযরতুলহাজ্ব আল্লামা শফিকুল ইসলাম আস সাঈদী আল কাজেমী ও স্হানীদের উদ্যোগে গড়ে উঠা হযরত ইযাছিন শাহ্ ( রহঃ) তাহফিজুল কোরআন সুন্নিয়া মাদরাসা ও মুসলিম এতিমখানা টি বেশ অর্থ সংকটের মাধ্যমেই চলার পরও মাদরাসার ছাত্রদের লেখাপড়া ছিল বেশ প্রসংশনীয়,মাদরাসাটির পরিচালনা কমিটির দায়িত্ব নেন,বিভিন্ন সমাজ সেবকদের কাছ থেকে অনুদান এনে মাদরাসা এ এতিমখানাটি পরিচালনা করে যাচ্ছেন।বর্তমান পরিচালনায় কমিটি
এরই ধারাবাহিকতায় আজ বুধবার সীতাকুন্ডের বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি আলহাজ্ব মোঃ ইউছুফ শাহ মাদরাসা জন্য দশ হাজার টাকা অনুদান সহযোগিতা করার বলেন, তাছাড়া আজ কে সহযোগীতা করা হয় মাদরাসা জন্য কারেন্ট তার একটি পানির ট্যাংক ও একটি পানির পাম্প মেশিন,এবং হেফজখানার জন্য খাবার আযোজন ১০০ জন বিরানী প্যাকেট এতে সার্বিক যোগাযোগ করেন পাগলের বন্ধু আবু তাহের।
বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ ইউছুফ শাহ্,বিশেষ অতিথি ছিলেন মোরশেদুল আলম চৌধুরী,যুব উন্নয়ন অফিসার আব্দুল হালিম,আরো,মাওলানা মন্জু আলম নূরী,,রাশেদুল ইসলাম উপস্হিত ছিলেন গরীবের বন্ধ যুব যুবফাউন্ডেশন ও জনসেবা যুব কল্যাণে আমরা সভাপতি আবু তাহের,সাধারন সম্পাদক সাইদুল ইসলাম শাহীন,মোঃ সোহেল, রাফি চৌধুরী,সাজ্জাত হোসেন,আজম,আলা উদ্দীন ইসমাইল প্রমুখ।