1. www.mareza583@gmail.com : আল আমিন রেযা : আল আমিন রেযা
  2. newsbanglalatest@gmail.com : banglalatestnews.com :
  3. biswasfahim020@gmail.com : ফাহিম বিশ্বাস : ফাহিম বিশ্বাস
  4. Jobidayasmin55@gmail.com : জোবাইদা ইয়াছমিন : জোবাইদা ইয়াছমিন
  5. tonypaul978@gmail.com : টনি পাল : টনি পাল
সংযুক্ত আরব আমিরাতে এমএম গ্রুপের সকল ব্রাঞ্চের সদস্যের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন - Bangla Latest News
মঙ্গলবার, ০৯ অগাস্ট ২০২২, ০৩:৩৯ পূর্বাহ্ন

সংযুক্ত আরব আমিরাতে এমএম গ্রুপের সকল ব্রাঞ্চের সদস্যের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

সাগর দেব,সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিঃ
  • সর্বশেষ হালনাগাদ : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২১ বার দেখা হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে এমএম গ্রুপের সকল ব্রাঞ্চের সদস্যদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এমএম গ্রুপের ডিরেক্টর জনাব মঈনুল ইসলামের ব্যবস্থাপনায় এমএম গ্রুপের প্রধান কার্যালয় দুবাই ইন্টারন্যালন্যাল সিটির ইংল্যান্ড ক্লাস্টারস্থ চট্টলা ট্রাভেলে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে দুবাইর আল কুসাইসে অবস্থিত নাওয়াল টাইপিং এন্ড ডকুমেন্টস, শারজাহর মুয়াইলায় অবস্থিত মাসাহ আল ইবদা টাইপিং এন্ড ডকুমেন্টস ক্লিয়ারেন্স ও চট্টলা ট্রাভেলের সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। বাদ মাগরিব আরম্ভ হওয়া এ অনুষ্ঠান চলে রাত ১০:০০টা পর্যন্ত।

উল্লেখ্য যে, এমএম গ্রুপ সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ভাসা, ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা, এয়ারটিকেট, উমরাহ প্যাকেজ, আরব আমিরাতের সকল ধরনের ডকুমেন্টসের কাজ, বিজনেস সেটাপের কাজ সূলভ মূল্যে করে থাকে। এসব সেবা দিয়ে গ্রুপটি ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে। আরব আমিরাতের বিভিন্ন স্থানে ব্রাঞ্চ স্থাপনের মাধ্যমে প্রবাসীদের মাঝে সেবা দিয়ে যাচ্ছে এমএম গ্রুপ।

অনুষ্ঠানে সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা রাখেন গ্রুপের ডিরেক্টর জনাব মঈনুল ইসলাম। এসময় তিনি ব্যবসার সার্বিক উন্নয়ন, মানুষের যথাযথ সেবা প্রদান, সেবার মান উন্নয়ন, ব্যবসা ব্যাপকীকরণ পদ্ধতি নিয়ে বিস্তর আলাপ করেন। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে নিতে সকল সদস্যের প্রতি আহ্বান জানান।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সদস্য মুহাম্মদ জাকের উল্লাহ, ওবাইদুল্লাহ, ওয়াইস, রমজাদ, ফাহিম, আবদুর রহমান, আজহার, সাজ্জাদ ও ভারতসহ আরো অনেকে। মাওলানা ওবাইদুল্লাহ ওবাইদের মুনাজাতের মাধ্যমে দেশ জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়।

সংবাদটি শেয়ার করুন!

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2022 Bangla Latest News
Theme Customized BY ITPolly.Com