1. www.mareza583@gmail.com : আল আমিন রেযা : আল আমিন রেযা
  2. newsbanglalatest@gmail.com : banglalatestnews.com :
  3. biswasfahim020@gmail.com : ফাহিম বিশ্বাস : ফাহিম বিশ্বাস
  4. Jobidayasmin55@gmail.com : জোবাইদা ইয়াছমিন : জোবাইদা ইয়াছমিন
  5. tonypaul978@gmail.com : টনি পাল : টনি পাল
সূর্যালো পরিবার এর স্বনির্ভর প্রকল্প: ১০১ সম্পন্ন - Bangla Latest News
মঙ্গলবার, ০৯ অগাস্ট ২০২২, ০৩:৪৬ পূর্বাহ্ন

সূর্যালো পরিবার এর স্বনির্ভর প্রকল্প: ১০১ সম্পন্ন

টনি পাল, স্টাফ রিপোর্টার:
  • সর্বশেষ হালনাগাদ : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৩৬ বার দেখা হয়েছে

চন্দনাইশ উপজেলার বাইনজুরী গ্রামে ১১ই জুলাই সোমবার সূর্যালো পরিবারের উদ্যোগে এক অসহায় এর বেকারত্ব দূরীকরণে একটি খামার করে দেয়া হয়।

সংগঠনের যুগ্ম সচিব নাফিজ মোস্তফার নেতৃত্বে প্রকল্পটি হাতে নেওয়া হয়। প্রকল্পটির শুভ সূচনাকালে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সম্মানিত সচিব জাফর ছাদেক এবং কোষাধ্যক্ষ নাদিম মোস্তফা।
এ ব্যপারে সূর্যালো পরিবারের একজন সদস্য জানান, “নরুন্নাহার (ছদ্মনাম) বসবাস করেন চন্দনাইশের বাইনজুরী গ্রামে। অভাবের সংসারে ছেলেমেয়ে নিয়ে থাকেন। নিজেই কিছু একটা করে নতুন পথযাত্রায় দাঁড়াতে চান। সূর্যালো পরিবারের এক সদস্য মারফতে সে খবর জানতে পারলে আমরা ছুটে যায় উনার কাছে। কিভাবে স্বনির্ভর হতে চান জানতে চাইলে খামারের কথা জানান উনি। সূর্যালো পরিবারের (নাম প্রকাশে অনিচ্ছুক) এক শুভাকাঙ্ক্ষীর আর্থিক সহযোগিতায় উনাকে মুরগীর একটি খামার করে দেয়া হয়। সূর্যালোর ৫ জন সদস্য নিজেরা কাজ করে খামার তৈরি করে দেন এবং উনাকে প্রাথমিকভাবে বেশকিছু মুরগী এবং খাবার ও প্রয়োজনীয় দ্রব্যাদির দেওয়া হয়।”
সূর্যালো পরিবার নিজেদের তত্ত্বাবধানে উনাকে স্বনির্ভর হতে সহযোগিতা করে যাওয়ার আশ্বাস দেন।
সূর্যালো পরিবারের যুগ্ম সচিব মোঃ নাফিস বলেন, “চন্দনাইশে সূর্যালো স্বনির্ভর প্রকল্প যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করবে। যারা অর্থাভাবে নিজেদের কর্মসংস্থান করতে পারেন না, তাদের পাশে এসে দাঁড়াতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে অনুপ্রাণিত করবে।”
উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন কাজী ওমায়ের, মারুফ অভি,জিয়া বাবলু,কাজী ওয়াহিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন!

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2022 Bangla Latest News
Theme Customized BY ITPolly.Com