নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় সৌরভকে শুভেচ্ছা জানান শচীন। যে ভিডিওর ক্যাপশনে লেখাছিল, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, দাদি। (এর ইংরেজি অনুবাদও ছিল)’
সৌরভ গাঙ্গুলিকে ‘দাদি’ বলে কেন এমন ক্যাপশন দিয়েছেন, নিজের সেই ভিডিওতে সেই বিষয়টি নিশ্চিত করেছেন শচীন। যেখানে তিনি বলেন,
‘হ্যাপি বার্থডে দাদি। কেমন আছো? ভালো আছি। সবাই এটাই ভাবছেন, দাদাকে দাদি কেন বললাম। সবার জন্য বলছি, আমরা যখন মাত্র ১৩ বছর বয়সী ছিলাম, তখন আমরা ইন্দোর ক্যাম্পে ছিলাম। সেখানে আমরা একসঙ্গে এক মাস অবস্থান করেছিলাম।
আর সেই সময়ে আমি দাদাকে দাদি বলে ডাকতাম। ইতোমধ্যে পঞ্চাশ ছুঁয়ে ফেলেছো বন্ধু। কেমন অনুভব করছো? আমি তোমার পিছে পিছে ধীরে ধীরে এগোচ্ছি। যাই হোক, আমি এই সুযোগে তোমাকে উইশ করছি জীবনে খুব ভালো থাকো। তোমার সুন্দর পরিবারের সবাইকে আমার শুভেচ্ছা। নিজের যত্ন নিও বন্ধু।’