1. www.mareza583@gmail.com : আল আমিন রেযা : আল আমিন রেযা
  2. newsbanglalatest@gmail.com : banglalatestnews.com :
  3. biswasfahim020@gmail.com : ফাহিম বিশ্বাস : ফাহিম বিশ্বাস
  4. Jobidayasmin55@gmail.com : জোবাইদা ইয়াছমিন : জোবাইদা ইয়াছমিন
  5. tonypaul978@gmail.com : টনি পাল : টনি পাল
অধিনায়কত্ব ছাড়ার পর এবার ম্যাচ থেকে বাদ পড়লেন মুমিনুল - Bangla Latest News
মঙ্গলবার, ০৯ অগাস্ট ২০২২, ০৩:৫৪ পূর্বাহ্ন

অধিনায়কত্ব ছাড়ার পর এবার ম্যাচ থেকে বাদ পড়লেন মুমিনুল

জোবাইদা ইয়াছমিন,ক্রীড়া প্রতিনিধি
  • সর্বশেষ হালনাগাদ : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৬৩ বার দেখা হয়েছে

অধিনায়কত্ব থেকে অবসর নেওয়ার পর ফর্ম না থাকার কারনে এবার টেস্ট দল থেকেও বাদ পড়লেন মুমিনুল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ‍লুসিয়া টেস্টে বাংলাদেশের একাদশে নেই তিনি।

তার বদলে প্রায় আট বছর পর টেস্ট দলে জায়গায় করে নিয়েছেন এনামুল হক বিজয়।
এক ম্যাচ আগেও বাংলাদেশের টেস্ট অধিনায়ক ছিলেন মুমিনুল। ব্যাটিংয়ে মনোযোগী হওয়ার কথা জানিয়ে নেতৃত্ব ছাড়েন তিনি।

অধিনায়কত্ব ছাড়ার এক ম্যাচ পরই বাদ মুমিনুল।

এছাড়াও অ্যান্টিগা টেস্টের একাদশে এসেছে আরও এক পরিবর্তন। মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে, তার জায়গায় খেলবেন শরিফুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের একাদশেও এসেছে এক পরিবর্তন গুদাকেশ মোতির জায়গায় অভিষেক হচ্ছে অ্যান্ডারসন ফিলিপের।

দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে হেরে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর মিশনে টস হেরে আগে ব্যাট করতে হবে সাকিব আল হাসানের দলের।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেইমন রেইফার, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড, কাইল মায়ের্স, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), আলঝারি জোসেফ, কেমার রোচ, অ্যান্ডারসন ফিলিপ, জেইডেন সিলস।

সংবাদটি শেয়ার করুন!

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2022 Bangla Latest News
Theme Customized BY ITPolly.Com