কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রী কলেজ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর দশটি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার ২০জুন সকাল ১০:০০টায় উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস এর সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রীর দশটি উদ্ভাবনী বিশেষ উদ্যোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিনহাজুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)ও উপ পরিচালক স্থানীয় সরকার অঃ দায়িত্ব কুড়িগ্রাম,সভাপতি হিসেব বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার,আরও উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজ, চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্টিজ, এনজিও, রাজনৈতিক দল,সকল ধর্মীয় প্রতিষ্ঠান, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী, সংখ্যালঘু জনগোষ্ঠী, সাংবাদিক প্রমূখ।