বিএম কন্টেইনার ডিপো বিস্ফোরণে হতাহতদের মালিক পক্ষের পক্ষ থেকে চেক বিতরন অনুষ্ঠান
সীতাকুণ্ডের শীতরপুরস্হ বিএম কন্টেইনার ডিপুতে কেমিক্যাল বিস্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ও আহত দের স্বজনদের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান করা হয়েছে।
প্রতিশ্রুতি রক্ষার জন্য বিএম ডিপো কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন ক্ষতিগ্রহস্হরা।
ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যে নিহতরা পেয়েছেন-১৫ লক্ষ টাকা করে, ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যে আহতরা(অঙ্গহানী) পেয়েছেন ১০ লক্ষ টাকা করে।
বিএম ডিপো কর্মকর্তাদের যাঁরা নিহত হয়েছেন তারা প্রত্যেকেই পেয়েছেন ১০ লক্ষ টাকা করে এবং যাঁরা আহত(অঙ্গহানী) হয়েছেন তারা পেয়েছেন ৬ লক্ষ টাকা করে
যাঁরা নূন্যতম আহত হয়েছেন তাঁরা পেয়েছেন ৪ লক্ষ টাকা করে চেক প্রদান করেন। চট্রগ্রাম সার্কিট হাউজে চেক প্রদান অনুষ্ঠানে বিএম কন্টেইনার ডিপুর মালিকপক্ষ ও সরকারী উর্ধ্বতন কর্মকর্তা উপস্হিতে চেক প্রদান করা হয়।