বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বরমা ইউনিয়ন আওতাধীন ৩নং ওয়ার্ড শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ই জুন ২০২২ইং শুক্রবার সকাল ১০টায় মৌলভীবাজার আলা হযরত পাঠাগার প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বরমা ইউনিয়ন শাখার আওতাধীন ৩নং ওয়ার্ড শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অত্র শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নাফিজ মোস্তফা এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র শাখার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আকবর আলী আবীর।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বরমা ইউনিয়ন শাখার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ এনামুল হক। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বরমা ইউনিয়ন শাখার সহ সাধারণ সম্পাদক এবং ৩নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি ছাত্রনেতা হাফেজ মোহাম্মদ তানিম চৌধুরী। বরমা ইউনিয়ন শাখার ছাত্র ও কল্যাণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ রবিউল হোসেন।
উক্ত অনুষ্ঠানে বক্তরা বলেন, “সমাজে ইসলামিক সমাজ প্রতিষ্টা করতে হলে বাংলাদেশ ইসলামি ছাত্রসেনার বিকল্প নাই। সংগঠনকে এগিয়ে নিতে হলে সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেননা এ সংগঠন মানুষকে ঐক্যবদ্ধ হতে শেখায়।”
এতে আরো উপস্থিত ছিলেন হাফেজ মিনহাজ উদ্দিন, নকিব উদ্দিন নিজামী, মিনহাজুর রহমান, মুহাম্মদ তারেক সহ ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
অভিষেক অনুষ্টানের শেষে বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা বরমা ইউনিয়ন ৩নং ওর্য়াড শাখার সদ্য বিদায়ী সভাপতিকে সম্মাননা স্মারক প্রধান করা হয়।