চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি বিএম কন্টেইনার ডিপোতে স্মরণকালের ভয়াবহ কেমিক্যাল বিস্ফোরনের কারনে অগ্নিকাণ্ডে নিহত, আহতদের স্বরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব অডিটোরিয়ামে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম।
প্রেসক্লাবের শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম।
বিএম ডিপোতে ঘটনায় নিহতদের আত্নার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থ্যতায় মাহফিলে বিশেষ দোয়া করা ও মোনাজাত পরিচালনা করেন সীতাকুণ্ড কামেল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।
প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী’র সভাপতিত্বে ও সহ -সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএম ডিপো ঘটনার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, প্রেসক্লাব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এম.হেদায়েত, সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি, ফারুক আবদুল্লাহ, কামরুল ইসলাম দুলু, জাহেদুল আনোয়ার চৌধুরী, সাইদুল হক, কৃষ্ণ চন্দ দাশ, হাকিম মোল্লা, সাইফুল ইসলাম রুবেল প্রমুখ।
সভার শুরুতেই নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
বক্তারা বলেন বিএম কন্টেইনার ডিপুতে বিস্ফোরন ঘটনায় ক্ষয়ক্ষতি কোনভাবেই পূরন হওয়ার নয়, তারপরও বাস্তবতাকে মেনে নিয়ে মানবিক কারনে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য ডিপোর কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানানো হয়।