করন সিং গ্লোভারকে ভালোবেসে জেনিফার বিয়ে করেছিলেন ২০১২ সালে এবং ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। এসব বিষয় নিয়ে গনমাধ্যমে বিভিন্ন আলোচনা সমালোচনা হয়, অনেকদিন পর বিবাহ বিচ্ছেদ নিয়ে ভারতীয় এক গনমাধ্যমে সাক্ষাৎকারে মুখ খুললেন জেনিফার উইঙ্গেট, তিনি বলেন, আমার আর করণের বিচ্ছেদটা সবার সামনে চলে এসেছিল।
লোকজন আমাদের নামে উল্টাপাল্টা লিখছিল। আমি তখন সামাজিকমাধ্যমেও ছিলাম না।
সেই সময়টা খুব চাপের মধ্যে কেটেছিল। কী করা উচিত কিছুই বুঝতে পারছিলাম না।
তবে হতাশ না হয়ে কাজ করেছেন জেনিফার। এই অভিনেত্রী বলেন, আমি খুশি যে এমন একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। বুঝতে পেরেছি যে আমি অনেক কিছু করতে পারি। মনে হয়, জীবনের সেরা সময় ছিল সেটা।
এদিকে করণ সিং জেনিফারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০১৬ সালে বিপাশা বসুকে বিয়ে করেন। কিন্তু জেনিফার এখনো সিঙ্গেল আছেন।