দেশের জনপ্রিয় সংগীতশিল্পী পলাশ। অনেক জনপ্রিয় গান রয়েছে এ শিল্পীর। এখন খুব একটা গান করেন না তিনি। তবে এবার আলোচনায় আসেন গানের কারনে নয়, অসুস্থার খবর নিয়ে।
জানা গেছে, হার্ট অ্যাটাক হয়েছে তার। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন পলাশ।
জরুরি ভিক্তিতে তার হার্টে পরানো হয়েছে একটি রিং। বর্তমানে তিনি সিসিইউতে। তবে বুধবার কেবিনে স্থানান্তর করা হবে বলে নিশ্চিত হয়েছে।
গায়কের বড় ভাই বকুল বলেন, সোমবার দিবাগত রাত ১২টায় ভীষণ অসুস্থ হয়ে পড়ে পলাশ। বাসা থেকে নিজে গাড়ি চালিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়। সেখানে পরীক্ষা শেষে ডাক্তার জানান তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। সেই রাতেই তার হার্টে জরুরি ভিক্তিতে একটি রিং পরানো হয়েছে।
বকুল বলেন, ‘ভাগ্য ভালো পলাশ তাড়াতাড়ি হাসপাতালে গিয়েছিল। না হলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। কারণ তার হার্টে ৯৯ ভাগ ব্লক ধরা পড়েছে। এখন আগের চেয়ে ভালো আছে।’
ছোট ভাই পলাশের জন্য দোয়া চেয়েছেন বকুল।