সীতাকুন্ড শীতলপুরস্হ বিএম কন্টেইনার ডিপুতে বিস্ফোরন নিহতদের মধ্যে আরো দুইজন যুক্ত হলো,নিহতের সংখ্যা দাড়ালো ৫১ তে।
গতকাল উদ্ধার কাজ বন্ধ থাকার পর আজ সকাল সাড়ে ১১ টায় আবার উদ্ধার কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ পরিচালক মোঃ আমিনুর রহমান সাংবাদিকদের কে জানায়,গতকাল কয়েকজন মন্ত্রী আগমন ও আগুন নিয়ন্ত্রনে না থাকায় উদ্ধার কাজ বন্ধ রাখা হয়,আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উদ্ধার কাজ শুরু হয়,এতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী,বাংলাদেশ গাউছিয়া কমিটি, রেড ক্রিসেন্ট সোসাইটির সেচ্ছাসেবক বৃন্দ অংশ গ্রহন করে।দুপুর সাড়ে ১২ টায় দুইজনের দেহের অংশ বিশেষ পাওয়া যায়।এই দুইজনের মধ্যে একজন সিকিউরিটি আরেকজন ফায়ার সার্ভিস ফাইটার বলে ধারনা করছি।
ইন্ডাষ্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জানায়,ডিপোর ভিতর আরো অনেক লাশ রয়ে গেছে।কর্তৃপক্ষ আগুন লাগার সাথে সাথে পিছনের গেইটটি বন্ধ করে দিলে শ্রমিকরা বের হতে পারেনি,বাচাঁর জন্য দিকবেদিক দৌড়াতে থাকে।কন্টেইনার গলির ভিতর আশ্রয় নিয়েছে, তারা কেউ বেচে নেই,আগুন নিয়ন্ত্রনে আনতে পারলে লাশগুলো উদ্ধার সম্ভব।তবে কর্তৃপক্ষ লাশ গুমের আশংকাও উড়িয়ে দেয়া যায়না।
ফায়ার উপপরিচালক আনিসুর রহমান আরো বলেন, দূর্ঘটনার আশংকা মুক্ত নয়,যদিও সেনাবাহিনী বিপদ মুক্ত বলছে।