জামেয়া সুন্নিয়া আলীয়ার প্রতিষ্ঠাতা আল্লামা হাফেজ কারী সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটির (রহ.) ৬০তম সালানা ওরশ উপলক্ষে এক প্রস্তুতি সভা গত ২৯ই মে সন্ধ্যায় নগরীর পশ্চিম ষোলশহরস্থ আলমগীর খানকাহ–এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন ট্রাস্টের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট আহমদ কামরুল ইসলাম (একিউআই) চৌধুরী। আলোচনায় অংশ নেন–এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এস এম গিয়াস উদ্দিন সাকের, ফাইন্যান্স সেক্রেটারি মুহাম্মদ এনামুল হক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহবুবুল আলম, অধ্যাপক কাজী সামশুর রহমান, পেয়ার মুহাম্মদ কমিশনার, শাহজাদ ইবনে দিদার, এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, মুহাম্মদ মাহবুবুল হক খান, তাজকীর আহমদ, মুহাম্মদ কমর উদ্দিন সবুর, মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
সভায় মুহাম্মদ মহসিন বলেন, ইসলামের মূলধারা সুন্নীয়াতের আলোকে সুফিবাদি–উদারনৈতিক চিন্তাচেতনার উন্মেষ ঘটিয়ে সত্য–সাম্যের সমাজ কায়েমে কুতুবুল আউলিয়া সিরিকোটি (রহ.) জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া প্রতিষ্ঠা করে যে এহসান করেছেন তার জন্যে এদেশের গণমানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সভায় খাজা আব্দুর রহমান চৌহরভী ও সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটির (রহ.) সালানা ওরশ এবং আসন্ন পবিত্র কুরবানীর চমড়া সংগ্রহ সহ সামগ্রিক বিষয়ে কর্মপরিকল্পনা পেশ করেন। পরিশেষে, মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।