দীর্ঘ ৯ বছর পর, শুরু চট্টগ্রাম নগর যুবলীগের ত্রী বার্ষিক সম্মেলন উৎসব আজ,সেই সাথে শেষ হচ্ছে চট্টগ্রাম নগর যুবলীগের ৯ বছরের প্রতীক্ষা। সোমবার (৩০ মে) দুপুর বারোটার পর জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। চট্টগ্রাম নগরের দি কিং অব চিটাগাং-এ চলছে নগর যুবলীগের সম্মেলনের দিনের কার্যক্রম। এসময় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ জাতীয় পতাকা ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল যুবলীগের দলীয় পতাকা উত্তোলন করেন। পরে পায়রা ও বেলনু উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক কাজী মো.মাজহারুল ইসলাম, মো.সাইফুর রহমান সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিত্য নন্দী ও কার্যনির্বাহী কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার ও মাহবুবুল হক সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন চতুর্থ কংগ্রেসের কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। প্রধান বক্তা হিসেবে রয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ মাহবুবুল হক হানিফ, সাংগঠনিক সম্পাদক সাংসদ সাঈদ আল মাহমুদ স্বপন অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েচেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সাংসদ আফছারুল আমীন, সাংসদ এম. আব্দুল লতিফ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।