চক্ষু মানুষের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই চোখের গুরুত্ব অপরিসীম।
গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী পৌরসভা ৫নং ওয়ার্ড শাখার উদ্যেগে ফ্রী চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচি ২৮ মে’ ২২ সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আলহাজ্ব বুদরুচ মেহের উচ্চ বিদ্যালয় গাউসিয়া গাউসিয়া কমিটি বাংলাদেশ ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওসমান গণি সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এম রবিউল করিমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী পৌরসভার সহ- সভাপতি জাহাঙ্গীর আলম সওদাগর, বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ দিদারুল আলম।
আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ শহিদুল ইসলাম, মুহাম্মদ মারুফ, মুহাম্মদ সায়েম।
এতে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ সব সময় আত্ম মানবতার কাজে নিয়োজিত ছিলো, ইনশা-আল্লাহ ভবিষ্যতেও থাকবে । কোভিট ১৯ থেকে শুরু করে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে হুজুর কেবলা তৈয়ব শাহ (রাঃ) এর হাতে প্রতিষ্ঠিত আধ্যাত্মিক সংগঠন,গাউসিয়া কমিটি বাংলাদেশের রুহানি সন্তানরা।
পূর্বের ন্যায় ভবিষ্যতেও গাউসিয়া কমিটি বাংলাদেশ তরিক্বত এর পাশাপাশি মানব সেবায় যেন কাজ চালিয়ে যাওয়ার জন্য সকলের আন্তরিক সহোযোগিতা এবং দোয়া কামনা করেন।
(বিজ্ঞপ্তি)।